১ ডিসেম্বর ২০১৮, শনিবার, ৭:৫৪

ইজতেমাকে কেন্দ্র করে তাবলিগ জামায়াতের নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ

তাবলিগ জামায়াতের মত দ্বীনি সংগঠনে নিজেদের মধ্যে সংঘাত-সংঘর্ষের ঘটনায় দ্বীনি মহল উদ্বিগ্ন ও মর্মাহত

আজ ১ ডিসেম্বর সকাল থেকে ঢাকার আশকোনায় এবং দুপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে ৫ দিনের জোড় ইজতেমাকে কেন্দ্র করে তাবলিগ জামায়াতের নিজেদের মধ্যে যে দুঃখজনক সংঘাত-সংঘর্ষের ঘটনা সংঘটিত হয়েছে তাতে দুঃখ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ১ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “তাবলিগ জামায়াতের মত একটি দ্বীনি সংগঠনে নিজেদের মধ্যে সংঘটিত সংঘাত-সংঘর্ষের দুঃখজনক ঘটনায় দ্বীনি মহল উদ্বিগ্ন ও মর্মাহত।

তাবলিগ জামায়াতের মত একটি দ্বীনি সংগঠনের সকল পর্যায়ের দায়িত্বশীলবৃন্দকে দ্বীনের বৃহত্তর স্বার্থে চরম ধৈর্য ধারণ ও সহনশীলতার সাথে হাত বাড়িয়ে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হয়ে আলাপ-আলোপনার মাধ্যমে বিষয়টির একটি শান্তিপূর্ণ সমাধানে উপনীত হওয়ার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

আমি আশা করি সকলেই এ ব্যাপারে অতি দ্রুত একটি শান্তিপূর্ণ ও পূর্ণাঙ্গ সমাধানে পৌঁছতে সক্ষম হবেন। সংঘটিত এ ঘটনায় আহতদের প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করে মহান আল্লাহর দরবারে নিহত ব্যক্তির রূহের মাগফেরাত কামনা করছি ও আহতদের আশু সুস্থতা কামনা করছি।”