২৮ নভেম্বর ২০১৮, বুধবার, ১০:১৯

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের রেজুলেশনের বরাত দিয়ে প্রকাশিত অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পন্থার রাজনীতিতে বিশ্বাস করে

দৈনিক কালের কণ্ঠে আজ ২৮ নভেম্বর ও অনলাইন নিউজ পোর্টাল‘বাংলা ট্রিবিউন’এ গত ২৭ নভেম্বর প্রকাশিত রিপোর্টে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের রেজুলেশনের বরাত দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে অস্থিতিশীলতা সৃষ্টি ও অসাম্প্রদায়িক গণতন্ত্রের প্রতি হুমকি সৃষ্টির যে অভিযোগ প্রচার করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ২৮ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দৈনিক কালের কণ্ঠ ও অনলাইন নিউজ পোর্টাল‘বাংলা ট্রিবিউন’এ প্রকাশিত রিপোর্টে মার্কিন যুক্তরাষ্ট্রে কংগ্রেসের রেজুলেশনের বরাত দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে অস্থিতিশীলতা সৃষ্টি ও অসাম্প্রদায়িক গণতন্ত্রের প্রতি হুমকি সৃষ্টির যে অভিযোগ প্রচার করা হয়েছে তার প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রকৃতপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কোন রেজুলেশনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ঐ ধরনের কোন মন্তব্য করা হয়েছে কিনা তা আমরা জানিনা। যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের রেজুলেশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ঐ ধরনের কোন মন্তব্য করা হয়ে থাকে তাহলে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ঐ মন্তব্য সম্পর্কে আমাদের স্পষ্ট বক্তব্য হলো,বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক পন্থার রাজনীতিতে বিশ্বাস করে। তাই দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং অসাম্প্রদায়িক গণতন্ত্রের প্রতি জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের হুমকি সৃষ্টি কিংবা বিগত নির্বাচন গুলোতে দেশে সংখ্যালঘুদের লক্ষ্য বস্তুতে পরিণত করার প্রশ্নই আসেনা। আমরা চ্যালেঞ্জ দিয়ে জানাতে চাই যে, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে আজ পর্যন্ত কেউই ঐ ধরনের কোন অভিযোগের সত্যতা প্রমাণ করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবেনা।জামায়াতে ইসলামী ও ইসলামীছাত্রশিবিরকখনো কোন সংখ্যালঘুর বাড়িতে হামলায় জড়িত ছিলনা। দীর্ঘদিন থেকেই বর্তমান সরকার ও তাদের সমর্থক কিছু সংবাদপত্র এবং মিডিয়া জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে সাম্প্রদায়িকতা এবং সহিংসতার অভিযোগ প্রচার করে আসছে। কিন্তু তাদের অভিযোগ বরাবরই সর্বৈব মিথ্যা প্রমাণিত হয়েছে।

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির সব সময়ই গণতন্ত্র এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীলও সকল ধর্মের মানুষের সাথে সহাবস্থানের নীতিতে বিশ্বাস করে। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির কোন সাম্প্রদায়িক সংগঠন নয়। আমরা সাম্প্রদায়িক তাকে সব সময়ই ঘৃণা করি। আমাদের এ বক্তব্যের পরে আশা করি বিষয়টি পরিষ্কার হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস তাদের অসত্য বক্তব্য প্রত্যাহার করবে।”