১২ নভেম্বর ২০১৮, সোমবার, ৭:৩০

পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই পুলিশ জামায়াতসহ বিরোধী দলের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করেছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ শাখার নায়েবে আমীর জনাব মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া এবং মতিঝিল থানা শাখা জামায়াতের আমীর জনাব কামাল হোসেনসহ ১১ জন নেতা-কর্মীকে গত ১১ নভেম্বর ও আজ ১২ নভেম্বর দুপুরে মেহেরপুর জেলা শাখা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দিন খাঁনকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান আজ ১২ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ শাখার নায়েবে আমীর জনাব মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া এবং মতিঝিল থানা শাখা জামায়াতের আমীর জনাব কামাল হোসেনসহ ১১ জন নেতা-কর্মীকে ও মেহেরপুর জেলা শাখা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দিন খাঁনকে রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সারা দেশে অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার দ্বারাই প্রমাণিত হচ্ছে যে, দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তের জন্য বিরোধী দল এবং জোটকে স্বাগত জানানো সত্ত্বেও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির কোন আলামত এখনো দেখা যাচ্ছে না। দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী সরকারের উচিত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থেই সকল দল এবং জোটের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা। কিন্তু সরকার তা না করে

জামায়াতসহ বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার করে গায়েবি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এমন পরিস্থিতিতে একতরফা ব্যালট ডাকাতির প্রহসনের নির্বাচন দেশে-বিদেশে কারো নিকটই গ্রহণযোগ্য হবে না এবং তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে বাধ্য।

তাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থেই গ্রেফতার অভিযান বন্ধ করে জনাব মঞ্জুরুল ইসলাম ভূঁইয়াসহ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরসহ সকল বিরোধী দল ও জোটের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”