১০ নভেম্বর ২০১৮, শনিবার, ৬:৫৩

দৈনিক জনকন্ঠ পত্রিকায় প্রকাশিত ভিত্তিহীন অসত্য রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ

জামায়াত ও ছাত্রশিবিরের বিরুদ্ধে ভিত্তিহীন অসত্য ফরমায়েসী রিপোর্ট লেখা দৈনিক জনকন্ঠের নিয়মিত রুটিনে পরিণত হয়েছে

দৈনিক জনকন্ঠ পত্রিকার শেষ পৃষ্ঠায় “জামায়াতের আল-কায়দা লস্কর-ই-তৈয়বা কানেকশন” শিরোনামে আজ ১০ নভেম্বর প্রকাশিত ভিত্তিহীন অসত্য রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ১০ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সাথে আল-কায়দা ও লস্কর-ই-তৈয়বাসহ কোন জঙ্গী সংগঠনের কানেকশন নেই। দৈনিক জনকণ্ঠের রিপোর্টে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সম্পর্কে যে সব কথা লেখা হয়েছে তা সর্বৈব মিথ্যা। আমি এ রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাস করে। তাই সুইসাইডাল স্কোয়াড গঠনের চেষ্টা কিংবা জঙ্গীদের অর্থায়ন করার প্রশ্নই আসেনা। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির সম্পর্কে দৈনিক জনকণ্ঠ পত্রিকার রিপোর্টে যে সব কথা লেখা হয়েছে তা সংশ্লিষ্ট রিপোর্টারের নিজস্ব অবাস্তব-কল্পনা ছাড়া আর কিছুই নয়। জামায়াত ও ছাত্রশিবিরের বিরুদ্ধে ভিত্তিহীন অসত্য ফরমায়েসী রিপোর্ট লেখা তাদের নিয়মিত রুটিনে পরিণত হয়েছে। তাদের এসব রিপোট দেশের মানুষ আদৌ বিশ্বাস করেনা।

কাজেই এ ধরণের ভিত্তিহীন আজগুবি রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক জনকণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। ”