৮ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ১০:০২

চুয়াডাঙ্গা, গাইবান্ধা ও রাজশাহীসহ সারা দেশে জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ

চুয়াডাঙ্গা জেলা শাখা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, নাটোর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান ও সহকারী সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান, অধ্যাপক আবদুল খালেক, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ভাইস-চেয়ারম্যান আবু সোলায়মান সরকার সাজা, রাজশাহী জেলার তানোর উপজেলার মন্ডুমালা পৌরসভা শাখা জামায়াতের আমীর মাওলানা আনিছুর রহমান ও পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়ন পরিষদের জামায়াত সমর্থিত চেয়ারম্যান জনাব রুহুল আমীন সরকারকে গত ৭ নভেম্বর পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ৮ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “নির্বাচনের নামে ব্যালট ডাকাতির প্রহসনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য সরকার যে ষড়যন্ত্র শুরু করেছে তারই অংশ হিসেবে সরকার সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করছে। গত ৭ নভেম্বর চুয়াডাঙ্গা, নাটোর, গাইবান্ধা ও রাজশাহীতে জামায়াতে ইসলামীর ৭জন জনপ্রিয় নেতাকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। চুয়াডাঙ্গা, নাটোর, গাইবান্ধা ও রাজশাহীসহ সারা দেশে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতারের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

চুয়াডাঙ্গা, নাটোর, গাইবান্ধা ও রাজশাহীতে জামায়াতের যে ৭জন নেতাকে গ্রেফতার করা হয়েছে তারা অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি এবং ৩জনই নির্বাচিত জনপ্রতিনিধি। তাদের জনপ্রিয়তার কারণেই সরকার তাদের গ্রেফতার করেছে। ফ্যাসীবাদী সরকারের জুলুম-নির্যাতন থেকে নির্বাচিত জনপ্রতিনিধিগণও রেহাই পাচ্ছেন না।

সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্যই নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করেছে। সরকার দেশের জনগণ ও রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করে ব্যালট ডাকাতির একতরফা প্রহসনের নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সরকারের বিজয়ী হওয়ার কোন আশা নেই। তাই তারা জনগণের মতামতের কোন তোয়াক্কা না করেই পুলিশ, র‌্যাব ও সরকারী প্রশাসনের উপর নির্ভর করে নির্বাচনের নামে একতরফা প্রহসনের ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমি দল-মত নির্বিশেষে দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

গ্রেফতার অভিযান বন্ধ করে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমীর ও দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান এবং নাটোর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানসহ সারা দেশে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”