৫ নভেম্বর ২০১৮, সোমবার, ৩:৪৭

যথাযোগ্য মর্যাদায় আগামী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনের আহ্বান

যথাযোগ্য মর্যাদায় আগামী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনের আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ৫ নভেম্বর, ২০১৮ নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেনঃ-

“আগামী ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস। আমাদের জাতীয় জীবনে এ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র প্রতিহত করে এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হেফাযত করেছিল।

জাতি এমন এক সময় ৭ নভেম্বর পালন করতে যাচ্ছে যখন দেশে গণতন্ত্র ও আইনের শাসন এবং জনগণের ভোটাধিকার নেই। এ অবস্থা থেকে দেশকে উদ্ধারের জন্য সকলের ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন। ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে দেশবাসী এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হেফাযত করবে ইনশাআল্লাহ।

তাই আগামী ৭ নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা এবং দোয়ার মাহফিলের আয়োজনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় বিপ্লব ও সংহতি দিবস পালন করার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা এবং দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।”