২৭ অক্টোবর ২০১৮, শনিবার, ২:১০

জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী আমীর মাওলানা আবুল কালাম আযাদকে অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং খুলনা মহানগরী শাখার আমীর মাওলানা আবুল কালাম আযাদকে আজ ২৭ অক্টোবর সকালে সোনা ডাংগা বাস টার্মিনাল থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান আজ ২৭ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ফ্যাসিবাদী সরকার একদলীয় স্ব্রৈশাসন কায়েমের যে ষড়যন্ত্র শুরু করেছে তারই অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী শাখার আমীর মাওলানা আবুল কালাম আযাদকে গোয়েন্দা পুলিশ (ডিবি) অন্যায়ভাবে গ্রেফতার করেছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ক্ষমতাসীন ফ্যাসিবাদী সরকারের পায়ের নীচে মাটি নেই। তাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবর্তে একতরফা প্রহসনের নির্বাচনের নাটক করার জন্যই সারা দেশে জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার অভিযান চালাচ্ছে। তীব্র গণ আন্দোলন ছাড়া দেশের জনগণের ভোটাধিকার আদায় করা যাবে না। তাই দেশে কেয়ার টেকার সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবী আমাদের জন্য দল, মত, নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে ময়দানে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

গ্রেফতার অভিযান বন্ধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং খুলনা মহানগরী শাখার আমীর মাওলানা আবুল কালাম আযাদসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির এবং বিরোধী দলের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। ”