২০ অক্টোবর ২০১৮, শনিবার, ৫:৩৩

ভিত্তিহীন মিথ্যা প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ

জামায়াত ও ছাত্রশিবিরের জঙ্গীবাদে পরোক্ষভাবে মদদ দেয়ার প্রশ্নই আসেনা

দৈনিক জনকণ্ঠ পত্রিকার ১ম পৃষ্ঠায় “জঙ্গীবাদে মদদ জামায়াত-শিবিরের” শিরোনামে আজ ২০ অক্টোবর প্রকাশিত রিপোর্টের তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ২০ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “জঙ্গীবাদের সাথে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কোন ধরনের সম্পর্ক নেই। কাজেই জামায়াত ও ছাত্রশিবিরের জঙ্গীবাদে পরোক্ষভাবে মদদ দেয়ার প্রশ্নই আসেনা। দৈনিক জনকণ্ঠের ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

দৈনিক জনকণ্ঠের রিপোর্টটিতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির সম্পর্কে যে সব কথা লেখা হয়েছে তার কোন সত্যতা নেই। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বার বার প্রতিবাদ জানানো সত্ত্বেও তারা একই ধরনের বক্তব্য বার বার প্রচার করে গোয়েবলসীয় কায়দায় জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা রিপোর্ট প্রচার করা থেকে বিরত থাকার জন্য আমি জনকণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”