২৯ সেপ্টেম্বর ২০১৮, শনিবার, ৮:০৭

ছাত্র নেতাদের বিরুদ্ধে পুলিশের ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

সরকার একদলীয় স্বৈরশাসন দীর্ঘায়িত করতেই সারা দেশে নেতা-কর্মীদের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা মামলায় গ্রেফতার করে জেলে পাঠাচ্ছে

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত, সেক্রেটারী জেনারেল মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সভাপতি শাফিউল আলম, সিলেট মহানগরী শাখার সভাপতি নজরুল ইসলাম ও সুনামগঞ্জ জেলার সভাপতি জুনায়েদ আল হাবিবসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে পুলিশের ষড়যন্ত্রমূলক ভিত্তিহীন মিথ্যা মামলা দায়ের করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান আজ ২৯ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সরকার রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত, সেক্রেটারী জেনারেল মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সভাপতি শফিউল আলম, সিলেট মহানগরী শাখার সভাপতি নজরুল ইসলাম এবং সুনামগঞ্জ জেলার সভাপতি জুনায়েদ আল হাবিবসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভিত্তিহীন মিথ্যা মামলা দায়ের করেছে। ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানীমূলক ভিত্তিহীন মিথ্যা মামলা দায়ের করার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ইসলামী ছাত্রশিবিরকে নেতৃত্ব শূন্য করার হীন উদ্দেশ্যেই এ সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে সরকার ষড়যন্ত্রমূলক ভিত্তিহীন মিথ্যা মামলা দায়ের করে তাদের গ্রেফতার করছে।

সরকার একদলীয় স্বৈরশাসন দীর্ঘায়িত করার যে ষড়যন্ত্র শুরু করেছে তারই অংশ হিসাবে সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা মামলা দায়ের করে তাদের গ্রেফতার করে জেলে পাঠাচ্ছে। এ থেকে জাতির কাছে পরিস্কার হয়ে গিয়েছে যে, সরকার নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকার গভীর চক্রান্তে লিপ্ত। জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য স্বৈরাচারী সরকারের ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। 

ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত ও সেক্রেটারী জেনারেল মোবারক হোসাইনসহ ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক ভিত্তিহীন মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার এবং গ্রেফতারকৃত নেতা-কর্মীদের নি:শর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”