২৫ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার, ২:৩০

মিথ্যা মামলা দায়ের করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

জামায়াত নেতাদের জনপ্রিয়তায় ভীত হয়েই সরকার রাজনৈতিকভাবে তাদের হয়রানি শুরু করেছে

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে গায়েবি মিথ্যা মামলা দায়ের এবং গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় সিলেট দক্ষিণ সাংগঠনিক জেলা শাখা জামায়াতের সেক্রেটারী ও সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমাদসহ বিভিন্ন পর্যায়ের ১৭ জন নেতা-কর্মীকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান আজ ২৫ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় গায়েবি মিথ্যা মামালা দায়ের করা হয়েছে এবং গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় সিলেট দক্ষিণ সাংগঠনিক জেলা শাখা জামায়াতের সেক্রেটারী ও সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমাদসহ বিভিন্ন পর্যায়ের ১৭ জন নেতা-কর্মীকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। আমি পুলিশের এহেন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সরকার জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার হীন উদ্দেশ্যে গায়েবি মিথ্যা মামলা দায়ের করে নেতা-কর্মীদের হয়রানি করছে। জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক গোলাম পরওয়ার ও সিলেটের মাওলানা লোকমান আহমাদ জনপ্রিয় নেতা। তাদের জনপ্রিয়তায় ভীত হয়েই সরকার রাজনৈতিকভাবে তাদের হয়রানি শুরু করেছে। অধ্যাপক গোলাম পরওয়ার যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন সে জন্যই সরকার তার বিরুদ্ধে গায়েবি মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতারের ষড়যন্ত্র শুরু করেছে। এ ঘটনার মাধ্যমে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। এতে আবারও প্রমাণিত হল যে, বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই দল নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে দুর্বার গণ-আন্দোলন গড়ে তোলার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা গায়েবি মিথ্যা মামলা প্রত্যাহার এবং মাওলানা লোকমান আহমাদসহ জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”