২২ সেপ্টেম্বর ২০১৮, শনিবার, ৭:২৪

অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

জামায়াতকে নেতৃত্ব শূন্য করার হীন উদ্দেশ্যেই পুলিশ অন্যায়ভাবে ব্রাহ্মণবাড়ীয়া ও দিনাজপুরে জামায়াতের নেতৃবৃন্দকে গ্রেফতার করেছে

ব্রাহ্মণবাড়ীয়া জেলা শাখা জামায়াতের আমীর জনাব সৈয়দ গোলাম সারোয়ার, দিনাজপুর উত্তর সাংগঠনিক জেলা শাখা জামায়াতের সহকারী সেক্রেটারী জনাব তৈয়ব আলী, বায়তুলমাল সেক্রেটারী জনাব আতাউর রহমান ও ব্রাক্ষণবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলা শাখা জামায়াতের আমীর জনাব ছায়েদ আলী, আশুগঞ্জ উপজেলা শাখা জামায়াতের আমীর জনাব মোঃ শাহজাহান, সরাইল উপজেলা শাখা জামায়াতের সেক্রেটারী জনাব মোঃ এনাম খান এবং বায়তুলমাল সেক্রেটারী এড: মনিরকে গত ২০ সেপ্টেম্বর পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান আজ ২২ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “জামায়াতকে নেতৃত্ব শূন্য করার হীন উদ্দেশ্যেই পুলিশ অন্যায়ভাবে ব্রাহ্মণবাড়ীয়া ও দিনাজপুরে জামায়াতের নেতৃবৃন্দকে গ্রেফতার করেছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বর্তমান ক্ষমতাসীন ফ্যাসিবাদী সরকার ভোটার বিহীন একতরফা প্রহসনের নির্বাচনের নাটক মঞ্চস্থ করার উদ্দেশ্যেই সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করছে। এতে জাতির সামনে পরিষ্কার হয়ে গিয়েছে যে, সরকার ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত করার হীন উদ্দেশ্যেই ব্যালট ডাকাতির প্রহসনের নির্বাচনের নাটক মঞ্চস্থ করার ষড়যন্ত্র আবার শুরু করেছে। সরকারের এ ফ্যাসিবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবার লক্ষ্যে সুদৃঢ় জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

গ্রেফতার অভিযান বন্ধ করে ব্রাহ্মণবাড়ীয়া জেলা শাখা জামায়াতের আমীর জনাব সৈয়দ গোলাম সারোয়ার, দিনাজপুর উত্তর সাংগঠনিক জেলা শাখা জামায়াতের সহকারী সেক্রেটারী জনাব তৈয়ব আলীসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”