১১ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার, ৭:১৬

পুলিশের অন্যাভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ

অধ্যাপক শাহ মোহাম্মদ হাফিজুর রহমানের জনপ্রিয়তায় ভীত হয়েই পুলিশ তাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা শাখা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও লতিফপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শাহ মোহাম্মদ হাফিজুর রহমানকে আজ ১১ সেপ্টেম্বর পুলিশের অন্যাভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আজ ১১ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা শাখা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও লতিফপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শাহ মোহাম্মদ হাফিজুর রহমানের জনপ্রিয়তায় ভীত হয়েই পুলিশ তাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অধ্যাপক শাহ মোহাম্মদ হাফিজুর রহমান একজন জনপ্রিয় নেতা ও শিক্ষাবিদ। কোন কারণ ছাড়াই পুলিশ তাকে আজ ১১ সেপ্টেম্বর অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তিনি এ সরকারের আমলে বার বার জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। এই ঘটনার মধ্য দিয়ে সরকারের ফ্যাঁসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। বর্তমান সরকারের পায়ের নীচে মাটি নেই। নির্বাচন যতই ঘনিয়ে আসছে সরকার ততোই বেপরোয়া হয়ে জামায়াতসহ ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করছে। এইভাবে গ্রেফতার ও নির্যাতন চালিয়ে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না, ইনশা-আল্লাহ। সরকারের স্বৈরচারী দু:শাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
গ্রেফতার অভিযান বন্ধ করে অধ্যাপক শাহ মোহাম্মদ হাফিজুর রহমানসহ জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”