১০ সেপ্টেম্বর ২০১৮, সোমবার, ১১:৩২

দৈনিক জনকণ্ঠে প্রকাশিত প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ

কোন ঘটনা ঘটলেই তার সাথে জামায়াতকে জড়িয়ে ভিত্তিহীন তথ্য পরিবেশন করা দৈনিক জনকণ্ঠের মজ্জাগত কুস্বভাবে পরিণত হয়েছে

দৈনিক জনকণ্ঠ পত্রিকার শেষ পৃষ্ঠায় “জামায়াতের মদদে ফের সংকটে তবলীগ জামায়াত” শিরোনামে আজ ১০ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “তাবলীগ জামায়াতের সংকটের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই। জামায়াতের মদদপুষ্ট হেফাজতের কোন নেতা নেই। দৈনিক জনকণ্ঠের প্রতিবেদনে জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে ভিত্তিহীন মিথ্যা তথ্য প্রকাশিত হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
কোন ঘটনা ঘটলেই তার সাথে জামায়াতে ইসলামীকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা তথ্য পরিবেশন করা দৈনিক জনকণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের মজ্জাগত কুস্বভাবে পরিণত হয়েছে। দৈনিক জনকন্ঠের এ সব আজগুবি তথ্য দেশের মানুষ বিশ্বাস করে না।

তাই জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা ও আজগুবি তথ্য পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক জনকণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”