২৮ জুলাই ২০১৮, শনিবার, ৯:২৮

পুলিশ ও আ.লীগ ক্যাডার কতৃক বিরোধী দল নেতা-কর্মীদের ভয়ভীতি দেখানোর ঘটনায় তীব্র প্রতিবাদ

নিরপেক্ষ ভোট হলে নৌকার ভরাডুবি হবে বুঝতে পেরে আওয়ামী লীগ ব্যাপক সন্ত্রাস সৃষ্টি করছে

পুলিশ ও আওয়ামী লীগের ক্যাডারদের পক্ষ থেকে বিরোধী দল বিশেষ করে জামায়াতের নেতা-কর্মীদের বাড়ীতে হানা দিয়ে ভয়ভীতি দেখানোর তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আজ ২৮ জুলাই এক বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে তিনি বলেন, নিরপেক্ষ ভোট হলে সিটি করপোরেশনে নৌকার ব্যাপক ভরাডুবি হবে বুঝতে পেরে আওয়ামী লীগ ব্যাপক সন্ত্রাস সৃষ্টি করছে। আর এ সন্ত্রাসে পুলিশ ও র‌্যাবকে ব্যবহার করা হচ্ছে। পুলিশ বাড়ী বাড়ী গিয়ে ভোটারদেরকে ভয় দেখাচ্ছে যাতে তারা ভোট কেন্দ্রে না যায়। কোথাও কোথাও বাড়ীর কর্তাব্যক্তিকে না পেয়ে ছেলেমেয়েদেরকে ধরে আনার জন্য হুমকি প্রদান করা হচ্ছে।

রাজশাহীর মানুষ বরাবরই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনে ভোট দিয়ে থাকে। কিন্তু এবারকার ভোটে নেই কোন আনন্দ, নেই কোন উচ্ছ্বাস।

আমি সরকারের এহেন আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর জনগণকে ভোট যাতে কারচুপি না হয় সেদিকে নজর দেয়ার জন্য আহ্বান জানাচ্ছি।”