২৫ জুলাই ২০১৮, বুধবার, ৭:৫১

জনাব হামিদুর রহমান আযাদকে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণ করায় গভীর উদ্বেগ প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদকে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণ করায় গভীর উদ্বেগ প্রকাশ করে জামায়াতের সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান আজ ২৫ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “২০১৩ সালের ৪ ফেব্রুয়ারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শাপলা চত্বরে আয়োজিত এক সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদের বক্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উত্থাপিত হয়। আন্তর্জাতিক অপরাধ আদালত-২ তাকে সশরীরে ট্রাইবুনালে হাজির হয়ে তাকে বক্তব্য দেয়ার জন্য নির্দেশ প্রদান করেন। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি ব্যক্তিগতভাবে হাজির হয়ে আদালতে তার বক্তব্য উপস্থাপন করতে পারেননি। পরবর্তীতে তার অনুপস্থিতিতে মাননীয় আদালত তাকে ৩ হাজার টাকা জরিমানাসহ তিন মাসের কারাদন্ডে দন্ডিত করেন।  

আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করে জনাব হামিদুর রহমান আযাদ আজ ২৫ জুলাই ট্রাইবুনালে উপস্থিত হন ও আত্ম-সমর্পণ করেন। তিনি মহামান্য সুপ্রীম কোর্টে ট্রাইবুনালের রায়ের বিরুদ্ধে আপীলের উদ্দেশ্য জামিন আবেদন করেন। মাননীয় আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।

জনগণ আশা করেছিল জনাব হামিদুর রহমান আযাদ জামিন পাবেন। যেহেতু তিনি স্বতঃস্ফূর্তভাবে আদালতে আত্ম-সমর্পণ করেছেন, তাই তার জামিন পাওয়াটাই ছিল স্বাভাবিক। কিন্তু জামিন না পাওয়ায় আমরা বিস্মিত ও উদ্বিগ্ন। আমরা আশা করি জনাব হামিদুর রহমান আযাদ দ্রুত মুক্তি লাভ করবেন ও জনগণের মাঝে ফিরে আসবেন।”