২২ জুলাই ২০১৮, রবিবার, ৬:৫৪

বর্তমান সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে দলীয় কর্মীর মত ব্যবহার করছে

মাহমুদুর রহমানের উপর ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের আক্রমনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ

কুষ্টিয়ার আদালতে একটি মানহানির মামলায় হাজিরা দিয়ে আদালত থেকে বের হয়ে আসার সময় আদালত চত্বরে ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা মাহমুদুর রহমানের উপর আক্রমন চালানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান আজ ২২ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “জনাব মাহমুদুর রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কুষ্টিয়া আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। আদালত ঐ মামলায় তাকে জামিন দিয়ে নিরাপদে ঢাকায় পৌঁছে দেয়ার নির্দেশ দেন। কিন্তু আদালত থেকে বের হয়ে আসার সময় সরকারী দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা তার উপর আক্রমণ চালায় এবং তাকে ঘেরাও করে রাখে। তিনি মারাত্মকভাবে আহত হন, তার গাড়ীটিও ক্ষতিগ্রস্ত হয়।

রাষ্ট্রের যে কোন নাগরিকের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের। সরকার আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এ দায়িত্ব পালন করে থাকে। কিন্তু বর্তমান সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে দলীয় কর্মীর মত ব্যবহার করছে। আইন-শৃঙ্খলা বাহিনীর এ ব্যর্থতা দেশ ও জাতির জন্য উদ্বেগের কারণ।

বিচার ব্যবস্থাকে স্বাধীন বলা হয়। অথচ এ ঘটনা প্রমাণ করে বিচার ব্যবস্থা স্বাধীন তো নয়ই, অতীতের যে কোন সময়ের চাইতে দুর্বল। প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা অত্যন্ত বেদনা দায়ক। আমি অবিলম্বে পূর্ণ নিরাপত্তার সাথে জনাব মাহমুদুর রহমানকে তার ঢাকার বাড়ীতে পৌঁছে দেয়ার নির্দেশ প্রদানের জন্য আদালতের প্রতি আহ্বান জানাচ্ছি। সাথে সাথে ছাত্রলীগ ও যুবলীগের দুর্বৃত্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানাচ্ছি।”