১৮ জুলাই ২০১৮, বুধবার, ১১:৫৮

সেলিমা হোসেনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক সংগ্রামের সাব-এডিটর জনাব শহিদুল ইসলামের শ্বাশুড়ী সেলিমা হোসেনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ১৮ জুলাই ২০১৮ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, সেলিমা হোসেন (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাকে নিরাপত্তা দান করুন। তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহ-খাতাগুলোকে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

তিনি শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।