১৭ জুলাই ২০১৮, মঙ্গলবার, ৭:৩১

রাজশাহীতে প্রকাশ্য দিবালোকে ২০ দলীয় জোটের মনোনীত মেয়র প্রার্থীকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনার তীব্র নিন্দা

রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচনে ২০ দলীয় জোটের মনোনীত মেয়র প্রার্থী জনাব মোসাদ্দেক হোসেন বুলবুল আজ ১৭ জুলাই সকাল ১০.৪০ মিনিটে জনসংযোগ শেষে সাগরপাড়া মোড়ে তার উদ্যোগে সমাবেশ শুরুর সময় তিনটি মটর সাইকেলে এসে মুখোশধারী দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে তিনটি ককটেল নিক্ষেপ করে হামলা চালায়। এতে একজন সাংবাদিকসহ ৫ ব্যক্তি আহত হওয়ার এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আজ ১৭ জুলাই, ২০১৮ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচনে ২০ দলীয় জোটের মনোনীত মেয়র প্রার্থী জনাব মোসাদ্দেক হোসেন বুলবুল আজ ১৭ জুলাই সকাল ১০.৪০ মিনিটে জনসংযোগ শেষে সাগরপাড়া মোড়ে তার উদ্যোগে সমাবেশ শুরুর সময় তিনটি মটর সাইকেলে এসে মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় একজন সাংবাদিকসহ ৫জন আহত হওয়ার ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রকাশ্য দিবালোকে ২০ দলীয় জোটের মনোনীত মেয়র প্রার্থীকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনার দ্বারাই প্রমাণিত হচ্ছে যে, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এ রকম নিরাপত্তা হীন পরিবেশে কারো পক্ষেই নির্বাচনী প্রচারণা চালানো সম্ভব নয়। তাই ভোটার জনগণ ও প্রার্থীগণের উপযুক্ত নিরাপত্তা বিধান করে নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ ফিরিয়ে আনার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা সরকারের দায়িত্ব।

বিএনপির গণসংযোগ অভিযানে ককটেল হামলাকারী দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”