১২ জুলাই ২০১৮, বৃহস্পতিবার, ৮:৫০

ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম -এর গাড়ি একদল দুর্বৃত্ত কর্তৃক ভাংচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ

কুমিল্লার চান্দিনায় এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম-- এর গাড়ি একদল দুর্বৃত্ত কর্তৃক ভাংচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ১২ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ড. অলি আহমদ একটি দলের প্রধান, সাবেক মন্ত্রী এবং বীর বিক্রম খেতাব প্রাপ্ত বিশিষ্ট মুক্তিযোদ্ধা। পুলিশ ও প্রশাসনের নাকের ডোগায় তার গাড়ির উপর হামলার ঘটনা প্রমাণ করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কী সাংঘাতিক অবনতি ঘটেছে। চান্দিনা থানার মাত্র তিনশত গজ দূরে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত দুষ্কৃতকারীদের গ্রেফতার না করায় জনমনে নানা সন্দেহ সৃষ্টি হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি।”

অপর এক বিবৃতিতে “বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এর গাড়ির উপরে হামলার ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং তিনি অক্ষত থাকায় মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন।”