৮ জুলাই ২০১৮, রবিবার, ৪:০৮

পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ

জামিনে থাকা একজন নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করে পুলিশ আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছে

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেতা জনাব জসিম উদ্দিনকে গত ৭ জুলাই রাতে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি মাওলানা আ.ন.ম. শামসুল ইসলাম আজ ৮ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেতা জনাব জসিম উদ্দিন উচ্চ আদালত থেকে প্রাপ্ত জামিনে ছিলেন। তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জনাব জসিম উদ্দিন একজন জনপ্রিয় স্থানীয় জামায়াত নেতা। তাকে রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই সরকার তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দায়ের করেছে। তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন। জামিনে থাকা একজন নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করে পুলিশ আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছে।
কাজেই তাকে অযথা হয়রানি না করে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”