৭ জুলাই ২০১৮, শনিবার, ৩:২৫

প্রকাশিত মিথ্যা বক্তব্যের তীব্র প্রতিবাদ

বিএনপি ও জামায়াতের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টির অসৎ উদ্দেশ্যেই নানা ধরনের কল্পকাহিনী রচনা করা হয়েছে

অনলাইন নিউজ পোর্টাল ‘বিডিটাইম্স৩৬৫ডটকম’-এ গত ৫ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমানের কথিত টেলিফোনে প্রদত্ত বক্তব্যের বরাত দিয়ে যে সব ভিত্তিহীন মিথ্যা বক্তব্য প্রকাশ করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ৭ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “গত ৪ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে ফোনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমানের কোন কথাই হয়নি। কাজেই তার ‘জামায়াতকে ধ্বংস করতে ভারতের সঙ্গে আঁতাত করেছে বিএনপি’ মর্মে কোন মন্তব্য করার প্রশ্নই আসে না। ঐ প্রতিবেদনে জনাব তারেক রহমানকে মিথ্যাবাদী বলার যে কথা লেখা হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমানের বক্তব্যের বরাত দিয়ে অনলাইন নিউজ পোর্টাল ‘বিডিটাইম্স৩৬৫ডটকম’-এ যে সব কথা লেখা হয়েছে তা সংশ্লিষ্ট রিপোর্টারের নিজস্ব কল্পনাপ্রসূত। ডাঃ শফিকুর রহমান ও জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্নএবং বিএনপি ও জামায়াতের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টির অসৎ উদ্দেশ্যেই তারা নানা ধরনের কল্পকাহিনী রচনা করছে। এ ধরনের মিথ্যা কল্পকাহিনী রচনা করে দেশের জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান সম্পর্কে মিথ্যা প্রচারণা চালানো থেকে বিরত থাকার জন্য আমি অনলাইন নিউজ পোর্টাল ‘বিডিটাইম্স৩৬৫ডটকম’-এর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে আশা করছি তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”