১৯ জুন ২০১৮, মঙ্গলবার, ৭:৩৯

জালেম সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান

আল্লামা সাঈদীকে প্যারোলে মুক্তি দিয়ে তার ছোট ভাইয়ের নামাজে জানাজায় অংশগ্রহণ করার সুযোগ না দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

দীর্ঘদিন জেলে আবদ্ধ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও প্রখ্যাত মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে প্যারোলে মুক্তি দিয়ে তার ছোট ভাই জনাব হুমায়ুন কবির সাঈদীর নামাজে জানাজায় অংশগ্রহণ করার সুযোগ না দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি মাওলানা আ. ন. ম. শামসুল ইসলাম আজ ১৯ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে দীর্ঘদিন তাকে কারাগারে আটকিয়ে রাখা হয়েছে। কারাগারে থাকাবস্থায় তার বড় ছেলে রাফিক বিন সাঈদী এবং তার মাতা ইন্তেকাল করেন। এবার তার ছোট ভাই ইন্তেকাল করলেন।

জনাব হুমায়ুন কবির সাঈদীর শেষ ইচ্ছা ছিল তার বড় ভাই আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী তার নামাজে জানাজায় ইমামতি করবেন। তার পরিবার এবং দেশবাসী আশা করেছিলেন যে, সরকার মানবিক কারণে আল্লামা সাঈদীকে প্যারোলে মুক্তি দিয়ে তার ছোট ভাইয়ের নামাজে জানাজায় অংশ গ্রহণ এবং ইমামতি করার সুযোগ দিবেন। কিন্তু অত্যন্ত বেদনাদায়ক ঘটনা হল সরকার মানবিক দিক বিবেচনা না করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করল। সত্তরোর্ধ্ব একজন বয়োবৃদ্ধ আলেমে দ্বীন আল্লামা সাঈদীর প্রতি সরকারের এহেন আচরণ শুধু তার পরিবারকেই কাঁদায়নি, দেশের লক্ষ লক্ষ মানুষকেও ক্ষুব্ধ করেছে। আমি সরকারের এহেন প্রতিহিংসাপরায়ণ ও অমানবিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি এবং এ জালেম সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানাচ্ছি।”