১৮ জুন ২০১৮, সোমবার, ১:২২

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কনিষ্ঠ ভ্রাতা জনাব হুমায়ুন কবির সাঈদীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বিশিষ্ট মুফাসসিরে কুরআন কারাগারে বন্দী আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কনিষ্ঠ ভ্রাতা জনাব হুমায়ুন কবির সাঈদী ৫৮ বছর বয়সে গত ১৭ জুন দিবাগত রাত সাড়ে ৩টায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঢাকাস্থ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন।

শোকবাণী

জনাব হুমায়ুন কবির সাঈদীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি মাওলানা আ.ন.ম. শামসুল ইসলাম আজ ১৮ জুন ২০১৮ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, জনাব হুমায়ুন কবির সাঈদী (রাহিমাহুল্লাহ) কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাকে নিরাপত্তা দান করুন। তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

তিনি শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কনিষ্ঠ ভ্রাতা জনাব হুমায়ুন কবির সাঈদীর শেষ ইচ্চানুযায়ী আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে প্যারোলে মুক্তি দিয়ে তার কনিষ্ঠ ভ্রাতার জানাজার নামাজে ইমামতি করার সুযোগ দেয়ার জন্য মাওলানা আ.ন.ম. শামসুল ইসলাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।