১৪ মে ২০১৮, সোমবার, ৭:১৯

ইফতার সামগ্রী নিতে এসে ১০ জন দরিদ্র মহিলা হিটস্ট্রোকে ও পদদলিত হয়ে নিহত হওয়ার বেদনাদায়ক ঘটনা অত্যন্ত মর্মান্তিক

আজ ১৪ মে চট্টগ্রাম জেলার সাতকানিয়ায় একটি মাদ্রাসা মাঠে দরিদ্র লোকদের মধ্যে আসন্ন রমযান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরনকালে প্রচণ্ড গরমে অতিরিক্ত মানুষের ভীড়ে হিটস্ট্রোকে ও পদদলিত হয়ে ১০ জন দরিদ্র মহিলা নিহত এবং অর্ধশতাধিক আহত হওয়ার দুঃখজনক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি মাওলানা আ. ন. ম. শামসুল ইসলাম আজ ১৪ মে, ২০১৮ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “আসন্ন রমযান উপলক্ষ্যে সাতকানিয়ায় একটি মাদ্রাসা মাঠে দরিদ্র লোকদের মধ্যে ইফতার সামগ্রী বিতরনকালে ইফতার সামগ্রী নিতে এসে ১০ জন দরিদ্র মহিলা প্রচণ্ড গরমে অতিরিক্ত মানুষের ভীড়ে হিটস্ট্রোকে ও পদদলিত হয়ে নিহত এবং অর্ধশতাধিক লোক আহত হওয়ার বেদনাদায়ক ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আমি এ ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করছি।

এ ধরনের দুঃখজনক ঘটনা অতীতেও আমরা দেখেছি। দরিদ্র লোকদের মধ্যে ইফতার সামগ্রী বিতরন নিঃসন্দেহে একটি উত্তম কাজ। কিন্তু ইফতার সামগ্রী বিতরনকালে বিশৃঙ্খল পরিবেশে প্রচণ্ড ভীড়ে ও হিটস্ট্রোকে পদদলিত হয়ে দরিদ্র মানুষের জীবনহানির ন্যক্কারজনক ঘটনা কারো কাম্য নয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিলে এ ধরনের পরিস্থিতি সহজেই এড়ানো সম্ভব ছিল। তাই ভবিষ্যতে যাতে আর কখনো এ ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা না ঘটে সেজন্য সংশ্লিষ্ট সকলেরই সতর্ক হওয়া উচিত।

সাতকানিয়ায় যারা নিহত হয়েছেন আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি ও তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের সুচিকৎসার ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি। সেই সাথে নিহতদের পরিবার-পরিজনদের ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”