১৪ মে ২০১৮, সোমবার, ৭:১২

অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ

রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই পুলিশ অন্যায়ভাবে সাতক্ষীরা শহর থেকে ৭ জন নেতা-কর্মী গ্রেফতার করেছে

সাতক্ষীরা শহর শাখা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ওবায়দুল্লাহ ও তার স্ত্রী শহর জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী রাজিয়া সুলতানাসহ ৭ জন নেতা-কর্মীকে ১৩ মে দিবাগত রাতে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ১৪ মে, ২০১৮ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই পুলিশ অন্যায়ভাবে সাতক্ষীরা শহর থেকে ৭ জন নেতা-কর্মী গ্রেফতার করেছে। আমি তাদের গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আসন্ন মাহে রমযান শান্তিপূর্ণ পরিবেশে পালন করার জন্য যখন দেশের মানুষ প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই সাতক্ষীরা থেকে জামায়াতে ইসলামীর ৭ জন নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতারের ঘটনা অত্যন্ত দুঃখজনক। একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা অধ্যুসিত দেশের সরকারের এ ধরনের ন্যক্কারজনক আচরণ কারো কাম্য নয়। সরকারের এহেন অন্যায় আচরণে দেশের ধর্মপ্রাণ জনগণ বিক্ষুব্ধ ও মর্মাহত। সরকারের এ ধরনের গর্হিত আচরণের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।

আসন্ন মাহে রমযানের পূর্বেই সাতক্ষীরা থেকে জামায়াতের ৭ জন নেতা-কর্মীসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”