১১ মে ২০১৮, শুক্রবার, ১০:২১

মাস্টার আব্দুস সাত্তারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) পাবনা জেলা জামায়াতের সাবেক আমীর ও খয়েরসুতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাস্টার আব্দুস সাত্তার ৯৪ বছর বয়সে গত ১০ মে ভোর ৬টায় বার্ধক্যজনিত রোগে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। গত ১০ মে বাদ আসর স্থানীয় শালগারিয়া ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে শালগারিয়া সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

শোকবাণী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) পাবনা জেলা জামায়াতের সাবেক আমীর ও খয়েরসুতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাস্টার আব্দুস সাত্তারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি মাওলানা আ.ন.ম. শামসুল ইসলাম আজ ১১ মে ২০১৮ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, বর্তমানে পাবনা জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক কাজের উন্নতি ও অগ্রগতির পেছনে মাস্টার আবদুস সাত্তারের বিরাট অবদান রয়েছে। তিনি স্বৈরাচার বিরোধী গণ-আন্দোলনে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। শোবাণীতে তিনি আরও বলেন, মাস্টার আব্দুস সাত্তার (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা;আলা ক্ষমা ও রহম করুন এবং তাকে নিরাপত্তা দান করুন। তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

তিনি শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।