১২ এপ্রিল ২০১৮, বৃহস্পতিবার, ৫:৪০

কোটা সংস্কারের দাবী মেনে নিয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার পরিবেশ সৃষ্টি করে দিতে সরকারের প্রতি আহ্বান

প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণার ব্যাপারে তার আন্তরিকতা সম্পর্কে জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে

সরকারী চাকুরীতে কোটা পদ্ধতি সংস্কারের দাবীতে আন্দোলনকারীদের যৌক্তিক দাবী আন্তরিকভাবে মেনে নিয়ে তাদের নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যাওয়ার পরিবেশ সৃষ্টি করে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ১২ এপ্রিল প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১১ এপ্রিল একদিকে জাতীয় সংসদে সরকারী চাকুরীতে কোটা বাতিলের কথা বলেছেন অন্যদিকে আন্দোলনকারীদের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণার ব্যাপারে তার আন্তরিকতা সম্পর্কে জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে।

প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণা দেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক। তাই প্রধানমন্ত্রীর এ ঘোষণার পেছনে কোন কূটকৌশল আছে কিনা সে ব্যাপারে দেশবাসী সন্দিহান। আন্দোলনকারী ছাত্র-ছাত্রী ও যুবকগণ মুক্তিযোদ্ধার সন্তান, প্রান্তিক জাতি-গোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধীদের কোটা বাতিল করার দাবী জানায়নি। তারা বিদ্যমান কোটার সংস্কার চেয়ে আন্দোলন করছে। তা সত্ত্বেও প্রধানমন্ত্রীর কোটা ব্যবস্থা বাতিলের ঘোষণায় জনমনে নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। কারণ প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত করতে হলে সংবিধান সংশোধন করতে হবে।

প্রধানমন্ত্রী কোটা বাতিলের কথা বললেও যেসব আন্দোলনকারীকে আটক করা হয়েছে তাদের এখনো মুক্তি দেয়া হয়নি এবং তাদের উপর হামলা ও মামলা অব্যাহত আছে।

তাই আন্দোলনকারীদের উপর হামলা-মামলা বন্ধ করে অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করে তাদের নি:শর্তভাবে মুক্তি দিয়ে তাদের দাবী আন্তরিকভাবে মেনে নিয়ে ছাত্র-ছাত্রী ও যুবকদের নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যাওয়ার পরিবেশ সৃষ্টি করে দেয়ার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”