১১ এপ্রিল ২০১৮, বুধবার, ৫:১২

অধ্যাপক মাওলানা আবু মোকারেরম মোঃ মোসলেমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সদস্য (রুকন), বাংলাদেশ চাষী কল্যাণ সমিতির সাবেক সেক্রেটারী জেনারেল ও তা’মিরুল মিল্লাত মাদ্রাসার সাবেক প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং ঢাকার মীর হাজিরবাগ নিবাসী অধ্যাপক মাওলানা আবু মোকারেরম মোঃ মোসলেম ৮৮ বছর বয়সে আজ ১১ এপ্রিল সকাল ১০ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ৪ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। তিনি ছাত্রজীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত বৃহত্তর ডেমরা থানা জামায়াতের নাজেমসহ বিভিন্ন পর্যায়ের অর্পিত সাংগঠনিক দায়িত্ব পালন করেছিলেন।

আজ ১১ এপ্রিল বাদ আসর নামাজে জানাজা শেষে তাকে মীর হাজারিবাগ কাজীপাড়া কবর স্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সদস্য (রুকন), বাংলাদেশ চাষী কল্যাণ সমিতির সাবেক সেক্রেটারী জেনারেল ও তা’মিরুল মিল্লাত মাদ্রাসার সাবেক প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অধ্যাপক মাওলানা আবু মোকারেরম মোঃ মোসলেমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম আজ ১১ এপ্রিল ২০১৮ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, অধ্যাপক মাওলানা আবু মোকারেম মোঃ মোসলেম (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাকে নিরাপত্তা দান করুন। তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহ-খাতাগুলোকে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

তিনি শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আমীন॥