৫ এপ্রিল ২০১৮, বৃহস্পতিবার, ২:৩৪

বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. আবুল ফারাহ-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. আবুল ফারাহ-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি মাওলানা আ. ন. ম. শামসুল ইসলাম এবং সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ৫ এপ্রিল ২০১৮ এক যুক্ত শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তারা বলেন, তিনি একজন সৎ ও দক্ষ চিকিৎসক ছিলেন। ডাক্তার হিসেবে তিনি বহু মানুষের সেবা করে গিয়েছেন।

শোকবাণীতে তারা আরও বলেন, ডা. আবুল ফারাহ (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাকে নিরাপত্তা দান করুন। তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

তারা শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।