১ এপ্রিল ২০১৮, রবিবার, ৪:১২

দৈনিক কালেরকণ্ঠ পত্রিকায় প্রকাশিত মিথ্যা রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ

রংপুরের পিপি রতীশ চন্দ্র ভৌমিককে অপহরণের ঘটনায় জামায়াতের কোন সম্পর্ক নেই

দৈনিক কালেরকণ্ঠ পত্রিকার ১ম পৃষ্ঠায় “রংপুরের পিপি রতীশ চন্দ্র ভৌমিক অপহৃত, সন্দেহ জঙ্গি-জামায়াতে!” শিরোনামে আজ ১ এপ্রিল প্রকাশিত ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আজ ০১ এপ্রিল প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রংপুরের পিপি রতীশ চন্দ্র ভৌমিক ওরফে বাবু সোনাকে অপহরণের ঘটনার সাথে জামায়াতে ইসলামীর কারো কোন সম্পর্ক নেই। কাজেই ঐ ঘটনার জন্য জামায়াতকে সন্দেহ করার প্রশ্নই আসে না।

দৈনিক কালের কণ্ঠ পত্রিকার রিপোর্টে ‘সন্দেহ জামায়াতে’! শিরোনাম ব্যবহার করে বিস্ময়কর চিহ্œ দিয়ে রিপোর্টটি লেখা হলেও রিপোর্টের ভিতরে শিরোনামের সমর্থনে কোন কথাই নেই। এ থেকেই প্রমাণিত হয় যে, এ ঘটনার সাথে জামায়াতের কারো কোন ধরনের সংশ্লিষ্টতা নেই। কালের কণ্ঠের রিপোর্টার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ফরমায়েসী রিপোর্টটি লিখেছে। কালের কণ্ঠের এ ফরমায়েসী রিপোর্টের কোন ভিত্তি নেই। জামায়াতের ভাবমর্যাদা ক্ষুণœ করার হীন উদ্দেশ্যে এ উদ্দেশ্যপ্রণোদিত শিরোনামটি লেখা হয়েছে।

এ ধরনের বানোয়াট রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক কালের কণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”