২৫ ফেব্রুয়ারি ২০১৮, রবিবার, ৪:২২

পিলখানা হত্যাকাণ্ড ছিল পরিকল্পিতভাবে সেনাবাহিনীকে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র

পিলখানা হত্যাকাণ্ডের মূল হোতারা এখনো ধরা ছোঁয়ার বাইরে

আজ ২৫ ফেব্রুয়ারী পিলখানায় ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডের ৯ম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ২৫ ফেব্রুয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারী পিলখানায় ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। এ ঘটনায় নিহত সেনাবাহিনীর সদস্যগণের পরিবার-পরিজনদের চোখের পানি আজও ঝড়ছে। তাদের সান্ত্বনা জানানোর কোন ভাষা নেই।

সেদিন ৫৭ জন দেশপ্রেমিক, মেধাবী ও চৌকস সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এ ঘটনা ছিল পরিকল্পিতভাবে আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করার এক গভীর ষড়যন্ত্র। এ ঘটনার মূল হোতারা এখন পর্যন্ত ধরা ছোঁয়ার বাইরেই থেকে গিয়েছে।

দেশবাসীর প্রত্যাশা ছিল সরকার ঐ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে ঐ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করবে এবং ঘটনার সাথে জড়িতদের উপযুক্ত শাস্তি প্রদানের ব্যবস্থা করবে। কিন্তু জনগণের সে প্রত্যাশা আজও পূরণ হয়নি। নিহতদের স্বজনদের দুঃখ ও বেদনা এখনো প্রশমিত হয়নি।

সেদিন যারা নিহত হয়েছেন আমি তাদের শাহাদাত কবুল করার জন্য আল্লাহর কাছে দোয়া করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”