২০ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ৭:২৩

খালেদা ইসলামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরী শাখার আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমাদের শাশুড়ি খালেদা ইসলাম ৯০ বছর বয়সে বার্ধক্যজনিত রোগে গত ১৮ ফেব্রুয়ারী সকাল ৭টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, ৪ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। গত ১৮ ফেব্রুয়ারী বাদ জোহর নারায়ণগঞ্জ মহানগরীর পাঠানটুলিস্থ নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে তাকে সামাজিক কবর স্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরী শাখার আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমাদের শাশুড়ি খালেদা ইসলামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ২০ ফেব্রুয়ারী ২০১৮ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, খালেদা ইসলাম (রাহিমাহুল্লাহ) কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাকে নিরাপত্তা দান করুন। তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

তিনি শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।