৬ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ৫:২৩

গণবিচ্ছিন্ন সরকারের গ্রেফতার থেকে নির্বাচিত জনপ্রতিনিধিগণও রেহাই পাচ্ছেন না

এডঃ মোঃ শাহজাহান ও মাওলানা হাবিবুর রহমানকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ

চাঁদপুর সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেতা এডঃ মোঃ শাহজাহানকে ৬ ফেব্রুয়ারী দুপুরে, কুড়িগ্রাম সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানকে ৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় বাসা থেকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মা’ছুম আজ ৬ ফেব্রুয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “চাঁদপুর সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেতা এডঃ মোঃ শাহজাহানকে ও কুড়িগ্রাম সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানকে সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সারা দেশেই সরকার জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার করে দেশের জনগণের মধ্যে আতংক সৃষ্টি করছে। গণবিচ্ছিন্ন সরকারের গ্রেফতার অভিযান থেকে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিগণও রেহাই পাচ্ছেন না। নির্বাচিত জনপ্রতিনিধিগণের জনপ্রিয়তায় ভীত হয়েই সরকার তাদের বেআইনীভাবে গ্রেফতার করছে। গ্রেফতার ও নির্যাতনের ভয় দেখিয়ে সরকার আতংক সৃষ্টি করে অন্যায়ভাবে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে। এতে সরকারের স্বৈরাচারী চরিত্রই জাতির সামনে নগ্নভাবে প্রকাশিত হয়েছে। সকল স্বৈরাচারী সরকারই জনগণের উপর অত্যাচার-নির্যাতন চালিয়ে ক্ষমতায় থাকার অপচেষ্টা চালায়। কিন্তু শেষ পর্যন্ত জনগণই বিজয়ী হয় এবং স্বৈরাচারের পতন ঘটে।

তাই জুলুম-নির্যাতন ও গ্রেফতার অভিযান বন্ধ করে চাঁদপুর সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান এড: মো: শাহজাহান এবং কুড়িগ্রাম সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”