৫ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার, ৪:১৫

নোয়াখালী জেলা আমীর মাওলানা আলাউদ্দিন সহ বিভিন্ন জায়গা থেকে নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা শাখার আমীর মাওলানা আলাউদ্দিন, লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা শাখার আমীর ড: নুরুদ্দিন মাহমুদ, রামগঞ্জ পৌরসভা শাখার সেক্রেটারী জনাব নাজমুল হাসান পাটওয়ারীসহ ১১ জন নেতা-কর্মীকে গত ৪ ফেব্রুয়ারী রাতে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ৫ ফেব্রুয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা শাখার আমীর মাওলানা আলাউদ্দিন, লক্ষ্মীপুর জেলার কমল নগর উপজেলা শাখার আমীর ড: নুরুদ্দিন মাহমুদ, রামগঞ্জ পৌরসভা শাখার সেক্রেটারী জনাব নাজমুল হাসান পাটওয়ারীসহ ১১জন নেতা-কর্মীকে রাজনৈকিভাবে হয়রানী করার অসৎ উদ্দেশ্যেই পুলিশ গ্রেফতার করেছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।  

আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, গত কয়েকদিন যাবত পুলিশ সারা দেশেই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ বিরোধী দলের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করা শুরু করেছে। গণবিচ্ছিন্ন সরকার কর্তৃত্ববাদী স্বৈরশাসন দীর্ঘায়িত করার হীন উদ্দেশ্যেই সারা দেশে ব্যাপক গ্রেফতার অভিযান শুরু করেছে। সরকার সারা দেশে জামায়াতসহ বিরোধী দলের নেতা-কর্মীদের উপর দমন-নিপীড়ন চালিয়ে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেয়ার ষড়যন্ত্র করছে।

সরকার একদিকে জাতীয় সংসদ নির্বাচনের প্রচার অভিযান শুরু করেছে। অন্যদিকে জামায়াতসহ বিরোধী দলগুলোর উপর অত্যাচার-নির্যাতন চালিয়ে অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকার অপপ্রায়াস চালাচ্ছে। এ থেকে পরিষ্কার বুঝা যাচ্ছে যে, সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সকল দলের অংশগ্রহণে সকলের নিকট গ্রহণযোগ্য কোন নির্বাচন চায় না। তারা একতরফা প্রহসনমূলক নির্বাচনের নাটক করে ক্ষমতায় থাকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। বর্তমান সরকার দীর্ঘ দিন থেকেই জামায়াতসহ বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার করে তাদের উপর অত্যাচার-নির্যাতন চালাচ্ছে। আমি সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই যে, অতীতেও অনেক সরকার বিরোধী দলগুলোর উপর অত্যাচার-নির্যাতন চালিয়ে অন্যায় ও অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টা চালিয়েছে। কিন্তু তাদের অত্যাচার-নির্যাতনের পরিণতি শুভ হয়নি। বর্তমান কর্তৃত্ববাদী সরকারের জুলুম-নির্যাতনের পরিণতিও কখনো শুভ হবে না।  

তাই দমন-নিপীড়নমূলক গণ-গ্রেফতার অভিযান বন্ধ করে নোয়াখালী জেলা জামায়াতের আমীর মাওলানা আলাউদ্দিনসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”