৩০ ডিসেম্বর ২০১৭, শনিবার, ৪:২৫

শিক্ষক-কর্মচারীগণ ৫ দিন যাবত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ

নন-এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীগণের ন্যায়-সংগত ও বৈধ দাবি মেনে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান

নন-এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত করার দাবিতে নন-এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ডাকে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীগণ ৫ দিন যাবত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ৩০ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “নন-এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণের ন্যায়-সংগত ও বৈধ দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবিলম্বে মেনে নেয়া উচিত।

নন-এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ ৫ দিন যাবত তাদের বৈধ ও ন্যায়-সংগত দাবিতে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের দাবি-দাওয়া মেনে না নেয়া হলে তারা আগামী ৩১ ডিসেম্বর থেকে আমরণ অনশন শুরু করার ঘোষণা দিয়েছেন। তাদের এ ঘোষণায় দেশবাসীর সাথে আমরাও উদ্বিগ্ন।

ইতিপূর্বেও আমরা লক্ষ্য করেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বঞ্চিত শিক্ষকগণ তাদের দাবি-দাওয়া আদায়ের জন্য রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। শিক্ষকরাই আগামী দিনের সুনাগরিক ছাত্রদেরকে গড়ে তোলেন। তাই দাবি-দাওয়া আদায়ের জন্য যাতে তাদের আর রাস্তায় নামতে না হয় সে জন্য সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খেয়াল রাখা উচিত।

শিক্ষকগণ মানুষ গড়ার কারিগর। তারা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের বৈধ ও ন্যায়-সংগত দাবি-দাওয়া মেনে নিয়ে তাদেরকে সমাজের অন্যান্য শিক্ষকদের মত মানুষ হিসেবে বেঁচে থাকার সুযোগ দেয়া সরকারের নৈতিক দায়িত্ব। কিন্তু সরকার তাদের দাবি-দাওয়ার ব্যাপারে যেভাবে অবজ্ঞা ও উদাসিনতা প্রদর্শন করছে তা কারো কাম্য নয়।

অতএব, নন-এমপিওভূক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া মেনে নিয়ে শিক্ষার পরিবেশ রক্ষার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”