১৫ ডিসেম্বর ২০১৭, শুক্রবার, ৪:০৭

পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

এড: আজিজুল ইসলামকে রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই পুলিশ গ্রেফতার করেছে

সাতক্ষীরা জেলা শাখা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী এড: আজিজুল ইসলামকে গত ১৪ ডিসেম্বর ভোর রাতে তার বাড়ী থেকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাসুম আজ ১৫ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সাতক্ষীরা জেলা শাখা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী এড: আজিজুল ইসলামকে রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই পুলিশ গ্রেফতার করেছে।

জনাব আজিজুল ইসলাম একজন আইনজীবী। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তার পক্ষে কোন ধরনের নাশকতার সাথে জড়িত থাকার প্রশ্নই আসে না। তার বিরুদ্ধে এ ধরনের নাশকতার অভিযোগ সম্পূর্ণ অবান্তর। তাকে মিথ্যা মামলায় জড়ানোর হীন-উদ্দেশ্যেই পুলিশ তার বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তাকে বিনা কারণে অন্যায়ভাবে গ্রেফতার করার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। সরকারের ফ্যাসিবাদী জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

জুলুম-নির্যাতন বন্ধ করে সাতক্ষীরা জেলা শাখা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী এড: আজিজুল ইসলামসহ সারা দেশে জামায়াতে ইসলামীর গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”