১৯ নভেম্বর ২০১৭, রবিবার, ৪:১৫

ভারপ্রাপ্ত আমীরে জামায়াতের শোকবাণী

ডা. মোঃ জয়নাল আবেদীনের কারাগারে বন্দী অবস্থায় ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ রুকন রংপুর জেলা নিবাসী ডা. মোঃ জয়নাল আবেদীন ৭০ বছর বয়সে আজ ১৯ নভেম্বর সকালে কারাবন্দী অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। মরহুমের লাশ পরিবার-পরিজনদের নিকট হস্তান্তরের পর দাফন কাজ সম্পন্ন করা হবে।

শোকবাণী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ রুকন রংপুর জেলা নিবাসী ডা. মোঃ জয়নাল আবেদীনের কারাগারে বন্দী অবস্থায় ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ১৯ নভেম্বর ২০১৭ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, কারাগারে বন্দী অবস্থায় ডা. মোঃ জয়নাল আবেদীনের ইন্তেকালের এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। জালেম সরকার তাকে বিনা দোষে অন্যায়ভাবে কারাগারে বন্দী করে রেখে যথোপযুক্ত সুচিকিৎসার সুযোগ না দিয়ে নিঃসঙ্গ ও অসহায় অবস্থায় তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।

তিনি মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করার জন্য মহান আল্লাহ রাব্বুল আ’লামীনের কাছে দোয়া করেন এবং মরহুমের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ তায়ালা তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।