১৫ নভেম্বর ২০১৭, বুধবার, ৩:৫৬

ইসির রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ও বেআইনী বক্তব্যের প্রতিবাদ

ইসির অসাংবিধানিক ও বেআইনী বক্তব্যের দ্বারা প্রমাণিত হল নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট ও সরকারের আজ্ঞাবহ

নির্বাচন কমিশনার জনাব মাহবুব তালুকদার গত ১৪ নভেম্বর নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে “নির্বাচনে জামায়াতের চিহ্নিত নেতাদের গ্রহণ করবে না নির্বাচন কমিশন” মর্মে যে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ও বেআইনী বক্তব্য প্রদান করেছেন তার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাসুম আজ ১৫ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “নির্বাচন কমিশনার জনাব মাহবুব তালুকদার ‘নির্বাচনে জামায়াতের চিহ্নিত নেতাদের গ্রহণ করবে না নির্বাচন কমিশন’ মর্মে যে আইনী বক্তব্য প্রদান করেছেন তা সম্পূর্ণ অন্যায়, অনভিপ্রেত, অনাকাক্সিক্ষত ও হীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তার এ অসাংবিধানিক ও বেআইনী বক্তব্যের দ্বারা আবারো প্রমাণিত হল যে, বর্তমান নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট ও সরকারের আজ্ঞাবহ।

নির্বাচন কমিশনারের এ আপত্তিকর বক্তব্যের জবাবে আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের একটি জনপ্রিয়, আইনানুগ ও বৈধ রাজনৈতিক দল। অতীতের প্রায় সকল জাতীয় সংসদেই জামায়াতের প্রতিনিধিত্ব ছিল। বর্তমানে উপজেলা, ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা, সিটি করপোরেশনেও জামায়াতের বহু সংখ্যক নির্বাচিত প্রতিনিধি রয়েছেন। জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার জন্য দায়ের করা মামলাটি দেশের উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। সুতরাং জামায়াতে ইসলামীর নির্বাচনে অংশগ্রহণ সম্পর্কে নির্বাচন কমিশনার জনাব মাহবুব তালুকদারের এ ধরনের বেআইনী ও বিভ্রান্তিকর বক্তব্য দেয়ার কোন এখতিয়ার নেই। তার এ বক্তব্য 'Contempt of Court বা আদালত অবমাননার শামিল।’ নির্বাচন কমিশনারের এ বক্তব্য নির্বাচন কমিশনের ভূমিকাকেই প্রশ্নবিদ্ধ করল। দেশের জনগণ আইন, আদালত ও সংবিধানের প্রতি তার সামান্যতম শ্রদ্ধাবোধ থাকলে তিনি এ ধরনের বেআইনী বক্তব্য প্রদান করতে পারতেন না।

কাজেই আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে জামায়াতে ইসলামী সম্পর্কে বেআইনী বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি নির্বাচন কমিশনার জনাব মাহবুব তালুকদারের প্রতি আহ্বান জানাচ্ছি।”