১৪ নভেম্বর ২০১৭, মঙ্গলবার, ৩:২৩

ইরান ও ইরাক সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ ভূমিকম্পে প্রায় চার শতাধিক লোক নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ

গত ১২ নভেম্বর রাতে ইরান ও ইরাক সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ ভূমিকম্পে প্রায় চার শতাধিক লোক নিহত এবং ছয় শতাধিক লোক আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ১৪ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ইরান ও ইরাক সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ ভূমিকম্পে জানমালের যে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে তাতে আমরা বাংলাদেশের জনগণও তাদের মত গভীরভাবে শোকাহত।

আমরা আশা করি ইরান ও ইরাক সরকার তাদের জনগণের জানমালের এ বিরাট ক্ষয়ক্ষতি শীঘ্রই কাটিয়ে উঠতে সক্ষম হবেন। ভূমিকম্পে যারা নিহত হয়েছেন আমি তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও ইরান এবং ইরাক সরকার, জনগণ ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি, মহান আল্লাহ তাদের এ শোক কাটিয়ে উঠার তাওফিক দান করুন।”