১২ অক্টোবর ২০১৭, বৃহস্পতিবার, ৮:২৮

দৈনিক জনকন্ঠ পত্রিকায় প্রকাশিত ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের তীব্র প্রতিবাদ

জনগণকে বিভ্রান্ত করার হীন উদ্দেশ্যেই জনকণ্ঠের রিপোর্টে আজগুবি মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে

দৈনিক জনকণ্ঠ পত্রিকার ১ম পৃষ্ঠায় “লন্ডন ষড়যন্ত্র” শিরোনামে ১২ অক্টোবর প্রকাশিত রিপোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে সব আজগুবি মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম ১২ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দৈনিক জনকণ্ঠের রিপোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে সব আজগুবি মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে তার কোন ভিত্তি নেই। জনগণকে বিভ্রান্ত করার হীন উদ্দেশ্যেই জনকণ্ঠের রিপোর্টে আজগুবি মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে।

দৈনিক জনকণ্ঠের রিপোর্টের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, জনকণ্ঠের রিপোর্টে বর্ণিত তথাকথিত ল-ন ষড়যন্ত্রের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাসী একটি ইসলামী সংগঠন। ষড়যন্ত্রের রাজনীতিতে জামায়াত আদৌ বিশ্বাস করে না বরং ঘৃণা করে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ব্যারিষ্টার আঃ রাজ্জাকের সাথে পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআই’র কোন সম্পর্ক নেই। কাজেই সেন্ট্রাল লন্ডনের একটি হোটেলে আইএসআই’র গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথিত বৈঠকে ব্যারিস্টার আবদুর রাজ্জাকের উপস্থিত থাকার প্রশ্নই আসে না। আইএসআই’র সহযোগিতায় আন্তর্জাতিক ষড়যন্ত্রের ছক কষে সরকারের পতন ঘটাতে লন্ডনে কথিত গোপন বৈঠকে জামায়াতের নেতাদের মিলিত হওয়ার প্রশ্ন অবান্তর।

জামায়াতের আমীর জনাব মকবুল আহমাদসহ জামায়াতের নেতৃবৃন্দকে যে বৈঠক থেকে গ্রেফতার করা হয়েছে তার সাথে রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্র কিংবা লন্ডন থেকে কোন বার্তা পাওয়ার প্রশ্নই আসে না। এসব তথ্য দৈনিক জনকণ্ঠ পত্রিকার সংশ্লিষ্ট রিপোর্টারের নিজস্ব অলীক কল্পনা। এগুলোর সাথে বাস্তবতার কোন সম্পর্ক নেই। এ বৈঠকটি ছিল নিছক একটি ঘরোয়া সাংগঠনিক বৈঠক। জনকণ্ঠের এ রিপোর্টের মধ্যে সত্যের লেশমাত্র নেই।

জামায়াতকে জড়িয়ে এ ধরনের আজগুবি রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক জনকণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”