২৯ সেপ্টেম্বর ২০১৭, শুক্রবার, ৯:৩৫

পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ

ঢাকা মহানগরী দক্ষিণের আমীরসহ জামায়াতের নেতৃবৃন্দ সাংগঠনিক বিষয় আলাপ-আলোচনা করতে একত্রিত হলে পুলিশ তাদের অন্যায়ভাবে গ্রেফতার করেছে

জনাব নূরুল ইসলাম বুলবুলসহ গ্রেফতারকৃত জামায়াত নেতৃবৃন্দকে অবিলম্বে মুক্তির আহবান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর জনাব মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড: শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মসজলিসে শূরার সদস্য জনাব আবদুস সবুর ফকিরসহ জামায়াতে ইসলামীর ৮ জন নেতাকে আজ ২৯ সেপ্টেম্বর বিকালে অন্যায়ভাবে পুলিশের গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ২৯ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর জনাব মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড: শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মসজলিসে শূরার সদস্য জনাব আবদুস সবুর ফকিরসহ জামায়াতে ইসলামীর ৮ জন নেতাকে রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের একটি বৈধ ও আইনানুগ রাজনৈতিক দল। সরকার জামায়াতে ইসলামীকে কোন ধরনের সাংগঠনিক তৎপরতা চালাতে দিচ্ছে না। সরকার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের অফিসগুলো বেআইনীভাবে বন্ধ করে রেখেছে। জামায়াতে ইসলামীকে সাংগঠনিতক তৎপরতা এবং রাজনৈতিক কর্মকা- চালাতে না দিয়ে সরকার সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার হরণ করেছে। আজ ২৯ সেপ্টেম্বর ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুলসহ জামায়াতের নেতৃবৃন্দ সাংগঠনিক বিষয় আলাপ-আলোচনা করার জন্য একত্রিত হলে পুলিশ তাদের অন্যায়ভাবে গ্রেফতার করেছে।

সরকার জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার যে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তারই অংশ হিসাবে জামায়াতের নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে। সরকার জনগণের কণ্ঠ রোধ করে অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য সারা দেশেই জামায়াতে ইসলামীর নেতা ও কর্মীদের গ্রেফতার করছে। দেশে আজ গণতন্ত্র ও আইনের শাসন বলতে কোন কিছুই নেই। সরকার জাতির ঘাড়ে দু:শাসন চাপিয়ে দিয়েছে। কর্তৃত্ববাদী সরকারের জুলুম নির্যাতন ও দু:শাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

জনাব নূরুল ইসলাম বুলবুলসহ গ্রেফতারকৃত জামায়াত নেতৃবৃন্দকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”