১১ সেপ্টেম্বর ২০১৭, সোমবার, ৮:০৮

দৈনিক মানবজমিন পত্রিকায় প্রকাশিত রিপোর্টের তীব্র প্রতিবাদ

রোহিঙ্গাদের নিয়ে নির্দয় বাণিজ্যের সাথে জামায়াতের কারো কোন ধরনের সহযোগী হওয়ার প্রশ্নই আসে না

দৈনিক মানবজমিন পত্রিকায় “রোহিঙ্গাদের নিয়ে নির্দয় বাণিজ্য” শিরোনামে আজ ১১ সেপ্টেম্বর প্রকাশিত রিপোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে ভিত্তিহীন অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ১১ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দৈনিক মানবজমিন পত্রিকায় ‘রোহিঙ্গাদের নিয়ে নির্দয় বাণিজ্য’ শিরোনামে আজ ১১ সেপ্টেম্বর প্রকাশিত রিপোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে অপপ্রচার চালানো হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, রোহিঙ্গাদের নিয়ে নির্দয় বাণিজ্যের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কারো কোন ধরনের সহযোগী হওয়ার প্রশ্নই আসে না।

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে মানবজমিনের রিপোর্টে যে সব কথা লেখা হয়েছে তা অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। দৈনিক মানবজমিনের রিপোর্ট পালংখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য আবছারের বক্তব্যের বরাত দিয়ে জামায়াতের ঘাড়ে দোষ চালানোর যে চেষ্টা করা হয়েছে তা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। রোহিঙ্গা মুসলমানদের সমস্যাটি মানবিক সমস্যা। এ সমস্যা নিয়ে কারো নির্দয় বাণিজ্য করা উচিত নয়। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মানবজমিনের সংশ্লিষ্ট রিপোর্টার যে বক্তব্য তুলে ধরেছেন তা শুধু অসত্যই নয়, একেবারেই হাস্যকর।

জামায়াতে ইসলামীকে জড়িয়ে এ ধরনের অসত্য, বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক মানবজমিন পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আশা করছি যে, তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”