২৫ জুলাই ২০১৭, মঙ্গলবার, ৭:১৬

লক্ষ্মীপুর জেলা শাখার আমীরকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদ

জনাব রুহুল আমীন ভূঁইয়াকে পুলিশ বিনা কারণে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করেছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর জেলা শাখার আমীর জনাব রুহুল আমীন ভূঁইয়াকে ২৫ জুলাই বিকেলে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ২৫ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর জেলা শাখার আমীর জনাব রুহুল আমীন ভূঁইয়াকে পুলিশ বিনা কারণে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তিনি একজন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক। এ ধরনের পরিচ্ছন্ন চরিত্রের একজন মানুষকে সরকার ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করেছে। তাকে গ্রেফতারের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করার যে ষড়যন্ত্র কর্তৃত্ববাদী সরকার শুরু করেছে তার অংশ হিসাবেই সারা দেশে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বিনা দোষেই বেঁছে বেঁছে গ্রেফতার করছে। সরকার স্বৈরশাসন পাকাপোক্ত করার হীন উদ্দেশ্যেই জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের উপর চরম জুলুম-নির্যাতন চালাচ্ছে। গণবিচ্ছিন্ন সরকারের অত্যাচার ও নির্যাতনে দেশবাসী অতিষ্ঠ। সরকারের দুঃশাসন ও জুলুম-নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর জেলা শাখার আমীর জনাব রুহুল আমীন ভূঁইয়াসহ সারা দেশে জামায়াতে ইসলামীর গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”