১১ মে ২০১৭, বৃহস্পতিবার, ১:২০

আল্লামা সাঈদীর মুক্তির দাবীতে ১৩ মে শনিবার সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচী ঘোষণা

সরকার রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দ্যেশেই প্রায় ৭ বছর যাবত আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে কারাগারে বন্দী করে রেখেছেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম শীর্ষ নেতা প্রখ্যাত মুফাসসিরে কুরআন ও সাবেক জাতীয় সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবীতে আগামী ১৩ মে শনিবার সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচী ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ১১ মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে সরকার রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দ্যেশেই প্রায় ৭ বছর যাবত কারাগারে বন্দী করে রেখেছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করার যে ষড়যন্ত্র বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে শুরু করেছেন তার অংশ হিসেবেই আল্লামা সাঈদীকে বন্দী করে রাখা হয়েছে। বিশাবালী নামক পিরোজপুরের জনৈক ব্যক্তিকে হত্যার যে অভিযোগে তাকে আমৃত্যু কারাদন্ড দেয়া হয়েছে সে হত্যাকাণ্ডের সাথে তার কোন সম্পর্ক নেই।

ভিত্তিহীন মিথ্যা অভিযোগে তাকে শাস্তি দেয়ার হীন উদ্দেশ্যেই নিহত বিশাবালীর ভাই সুখরঞ্জন বালী আদালতে সাক্ষী দিতে যাওয়ার মুর্হূতে পরিকল্পিতভাবে তাকে আদালত প্রাঙ্গণ হতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে থেকে অপহরণ করা হয়। অন্যান্য লোকদের সাক্ষ্য গ্রহণ করা হলেও বিশাবালীর পরিবারের কোন সদস্যের সাক্ষী গ্রহণ করা হয়নি। এ থেকে স্পষ্টভাবে বুঝা যাচ্ছে যে, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই আল্লামা সাঈদীকে মিথ্যা অভিযোগে শাস্তি দিয়ে কারাগারে বন্দী রেখেছেন। সরকারের হস্তক্ষেপের কারণে তিনি ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। ন্যায় বিচার নিশ্চিত করা হলে তিনি নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি পাবেন ইনশাআল্লাহ।

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে আমি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামী ১৩ মে শনিবার সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচী ঘোষণা করছি। ঘোষিত এ কর্মসূচী শান্তিপূর্ণভাবে সফল করার জন্য আমি জামায়াতের সকল শাখার প্রতি আহ্বান জানাচ্ছি এবং দেশবাসীর সহযোগীতা ও দোয়া কামনা করছি।”