৯ আগস্ট ২০২১, সোমবার, ১০:৩১

নড়াইল জেলা জামায়াতের ষান্মাসিক সদস্য (রুকন) সম্মেলন-২০২১ অনুষ্ঠিত

মুমিনের উচিত সব কাজের ঊর্দ্ধে দ্বীন প্রতিষ্ঠার কাজকে প্রাধান্য দেয়াঃ মিয়া গোলাম পরওয়ার

৯ আগষ্ট সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার উদ্যোগে ভার্চুয়ালি অনুষ্ঠিত সদস্য (রুকন) সম্মেলন-২০২১ এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এ সময় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “মুমিনদের আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সকল কাজের উপরে দ্বীনের কাজকে প্রাধান্য দিতে হবে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও পেশাগত দিকে প্রতিষ্ঠিত হওয়ার রঙ্গীন স্বপ্ন আমাদের জীবনকে সব সময় তাড়িয়ে বেড়ায়। কিন্তু মহান আল্লাহর খলিফা হিসেবে এই দুনিয়াবী জিন্দেগীতে আমাদের দায়িত্ব-কর্তব্য অনেক বেশি। এই দায়িত্ব পালন করার জন্য কুরআন ও সুন্নাহর আলোকে নিজের জীবনকে ঢেলে সাজাতে হবে। তাই উন্নত মৌলিক মানবীয় গুণাবলী অর্জনের মাধ্যমে জামায়াতের রুকনদের দুনিয়ার সামগ্রিক কর্ম ব্যস্ততার উপরে ইকামাতে দ্বীন প্রতিষ্ঠার কাজকে প্রাধান্য দিতে হবে। জামায়াতের সদস্যদের দায়িত্ব হচ্ছে নিজ এলাকার পাশাপাশি জেলার সকল গ্রাম ও মহল্লায় দ্বীনের প্রকৃত দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়ে মজবুত সাংগঠনিক কাঠামো গড়ে তোলা।

তিনি বিশ্বব্যাপী করোনা মহামারির ভয়াবহ সংক্রমণের সময়ে জেলার সকল নেতা-কর্মীদের অসহায় ও দুস্থ মানবতার পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান।”

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর এ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাংগঠনিক সেক্রেটারি জননেতা মাওলানা আজীজুর রহমান, সাবেক জেলা আমীর ও অঞ্চল টীম সদস্য মাওলানা মির্জা আশেক এলাহী।