৩ এপ্রিল ২০১৭, সোমবার, ৫:৫৯

সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে সী-ট্রাক উল্টে ৪ জন যাত্রী নিহত ও ১৭জন যাত্রী নিখোঁজ হওয়ার মর্মান্তিক ঘটনায় উদ্বেগ প্রকাশ

গত ২ এপ্রিল দিবাগত রাতে ‘সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে সী-ট্রাক’ এস.টি সালাম’ থেকে যাত্রীদের নামার সময় সী-ট্রাক উল্টে ৪ জন যাত্রী নিহত ও ১৭জন যাত্রী নিখোঁজ হওয়ার মর্মান্তিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ৩ এপ্রিল প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “প্রত্যক্ষ দর্শীরা মনে করেন, সী-ট্রাক এস.টি সালামের চালকের অসতর্কতার কারনেই এ দুর্ঘটনা ঘটেছে।

এ ধরনের দুর্ঘনা রোধ করার জন্য যানবাহন চলাচল আইন কঠোরভাবে মেনে চলতে নৌযান চালকদের বাধ্য করে প্রয়োজন। আমি আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ দুর্ঘটনার কারণ তদন্ত করে দোষী ব্যক্তি বা ব্যক্তিগণকে যথোউপযুক্ত শাস্তি প্রদান করবেন।

দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবার-পরিজনদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করার এবং নিখোঁজ যাত্রীদের দ্রুত উদ্ধারের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

আমি দুর্ঘটনায় নিহত যাত্রীদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।”