২৬ মার্চ ২০১৭, রবিবার, ৮:৩১

দৈনিক মানব জমিনে প্রকাশিত ভিত্তিহীন অসত্য রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বিমান বন্দর এলাকার ঘটনাসহ সংঘটিত কোন সন্ত্রাসী ঘটনার সাথেই জামায়াত ও ছাত্রশিবিরের দূরতম কোন সম্পর্কও নেই

দৈনিক মানবজমিন পত্রিকার শেষ পৃষ্ঠায় ‘জাতীয় সংসদ ভবন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা’ শিরোনামে আজ ২৬ মার্চ প্রকাশিত রিপোর্টে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার বক্তব্যের বরাত দিয়ে ‘বিমান বন্দর এলাকায় যে ঘটনা ঘটানো হয়েছে তা বিদেশী অতিথিদের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা বলে আমরা মনে করি। মূলত: জামায়াত-শিবির এ ঘটনা ঘটিয়েছে’ মর্মে যে ভিত্তিহীন অসত্য মন্তব্য প্রকাশ করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ২৬ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, দৈনিক মানবজমিন পত্রিকায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার বরাত দিয়ে যে ভিত্তিহীন অসত্য মন্তব্য প্রকাশিত হয়েছে তাতে আমরা বিস্মিত হয়েছি। বিমান বন্দর এলাকার ঘটনাসহ সংঘটিত কোন সন্ত্রাসী ঘটনার সাথেই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের দূরতম কোন সম্পর্কও নেই এবং থাকার প্রশ্নই ওঠে না।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এ ধরনের কোন অসত্য মন্তব্য আদৌ করেছেন কিনা তাও আমরা জানি না। তিনি কোন তথ্য প্রমাণ ছাড়া জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে এ ধরনের কোন বানোয়াট মন্তব্য করতে পারেন না।

তিনি যদি জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে এ ধরনের কোন অসত্য মন্তব্য করেই থাকেন তাহলে তা অত্যন্ত দুঃখজনক। কোন তথ্য প্রমাণ ছাড়াই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের মত বাংলাদেশের বৃহৎ সংগঠনকে এভাবে দায়ী করা মোটেই গ্রহণযোগ্য নয়। আমি এই ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ করছি। এ মন্তব্যের দ্বারা প্রকৃত দোষী ব্যক্তিদের আড়াল করার অপপ্রয়াস চালানো হচ্ছে কিনা তা ভেবে দেখার অনুরোধ করছি।”