৩০ ডিসেম্বর ২০২০, বুধবার, ৭:০৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরী শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

৩০ ডিসেম্বর জামায়াতে ইসলামী রংপুর মহানগরী শাখার উদ্যোগে দরিদ্র অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ উপলক্ষ্যে এক সমাবেশের আয়োজন করা হয়। রংপুর মহানগর শাখার আমীর মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মহানগর সেক্রেটারি ওবায়দুল্লাহ সালাফি, কোতোয়ালি থানা আমীর জনাব ফরহাদ হোসেন মন্ডল ও থানা সেক্রেটারি শাহানত মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, “মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআন মাজিদে বলেছেন, ‘ধনী ব্যক্তিদের সম্পদে দুস্থ-অসহায় ও বঞ্চিত মানুষের অধিকার রয়েছে’। রাসূল (সাঃ) বলেছেন, ‘মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে মানবতার কল্যাণ সাধন করে’। সুতরাং গরীব-অসহায় ও আর্ত মানবতার সেবা করাও একটি বড় ইবাদাত। দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে প্রচণ্ড শীত বিরাজ করছে। শীতবস্ত্রের অভাবে অসহায়-দরিদ্র মানুষ শীতে কষ্ট পাচ্ছে। সরকারের পাশাপাশি এ সব বস্ত্রহীন অসহায় মানুষের পাশে সমাজের বিত্তশালী মানুষের এগিয়ে আশা উচিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী তার সীমিত সামর্থের আলোকে শীতার্ত মানুষের সাহায্যে বরাবরের ন্যায় এবারও এগিয়ে এসেছে। দেশে ইসলামি সমাজ কায়েম থাকলে গরীব ও অসহায় মানুষের ঘরে ঘরে হযরত উমর (রাঃ) এর মতো সেবা পৌঁছে দেয়া হতো। তিনি উপস্থিত সকলকে ইসলামি সমাজ বিনির্মাণের কাজে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।”