১৬ মার্চ ২০১৭, বৃহস্পতিবার, ৭:৪৬

সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে গ্রীক দেবীর মূর্তি স্থাপনের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে মূর্তি স্থাপন একেবারেই অগ্রহণযোগ্য এবং অপ্রাসঙ্গিক

বাংলাদেশ সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে গ্রীক দেবীর মূর্তি স্থাপনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা সরিয়ে ফেলার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ১৬ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশ। বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে স্বীকৃত এবং সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম।

ইসলামে কোন মূর্তির অস্তিত্ব গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে মূর্তি স্থাপন একেবারেই অগ্রহণযোগ্য এবং অপ্রাসঙ্গিক। দেশের আপামর মুসলিম জনগণ বিশেষভাবে সকল পর্যায়ের ওলামায়ে কেরাম এ মূর্তি সরানোর জন্য ইতিমধ্যেই সরকারের কাছে জোরালো দাবি পেশ করেছেন এবং এ দাবির স্বপক্ষে বিভিন্ন ধরনের প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। দেশের জনগণ আশা করেছিল এ ধরনের একটি অন্যায্য, অগ্রহণযোগ্য, অপ্রাসঙ্গিক এবং অনাকাংখিত কর্মকাণ্ড থেকে সরকার সরে আসবেন এবং মূর্তি অপসারণ করবেন। কিন্তু আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে এ ধরনের কোন পদক্ষেপ না নেয়ায় দেশের আপামর জনগণ বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণ দারুনভাবে বিক্ষুব্ধ এবং ব্যাথিত।  

আমরা সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, এ দেশের জনগণ সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে মূর্তির অস্তিত্ব মেনে নিবে না। কালবিলম্ব না করে সুপ্রীম কোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি অপসারণ করার জন্য আমরা সরকারের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি এবং মূর্তি না সরানো পর্যন্ত আন্দোলন এবং কর্মসূচি অব্যাহত রাখার জন্য দেশের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”