১৪ মার্চ ২০১৭, মঙ্গলবার, ৭:১১

ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের তীব্র প্রতিবাদ

জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের সাথে হিজবুত তাহরীর ও হিজবুত তাওহিদের কোন সম্পর্ক নেই

দৈনিক ইত্তেফাকে গত ১৩ মার্চ ও কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, চট্টগ্রামের আযাদী, পূর্বকোণ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রভৃতি সংবাদপত্রে গত ১২ মার্চ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে প্রকাশিত ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ১৪ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের সাথে হিজবুত তাহরীর ও হিজবুত তাওহিদের কোন সম্পর্ক নেই। যে সব সংগঠনের সাথে জামায়াত ও ছাত্রশিবিরের সম্পর্ক থাকার কথা লেখা হয়েছে তাদের কর্মকাণ্ড সম্পর্কে আমরা আদৌ অবহিত নই। চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে পুলিশ যে ১৭ ব্যক্তিকে গ্রেফতার করেছে তাদের সাথেও জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের কোন সংশ্লিষ্টতা নেই।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাসী। তাই হিজবুত তাহরীর ও হিজবুত তাওহিদের সাথে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের সম্পর্ক থাকার প্রশ্নই আসে না। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্যেই ঐ সব সংগঠনের সাথে জামায়াত ও ছাত্রশিবিরের সম্পর্ক থাকার কথা প্রচার করা হচ্ছে। জামায়াত ও ছাত্রশিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালানো কিছু সংবাদপত্রের অভ্যাসে পরিণত হয়েছে। জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির নিজস্ব ব্যানারে প্রকাশ্যে সাংগঠনিক কাজ করে যাচ্ছে। অন্যের ব্যানারে কাজ করার প্রশ্ন অবান্তর।

জামায়াত ও ছাত্রশিবিরকে জড়িয়ে বিভ্রান্তিকর মিথ্যা রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি সংশ্লিষ্ট সংবাদপত্র কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”